প্রশ্ন
ওযুতে পা ধোয়ার সময় টাখনু পর্যন্ত ধোয়া কি ফরজ?
উত্তর
হ্যাঁ, হানাফী মাযহাব অনুযায়ী ওযুতে উভয় পা টাখনুসহ ধোয়া ফরজ। টাখনু অন্তর্ভুক্ত করে ধোয়া আবশ্যক। যদি টাখনুর কোনো অংশ শুকনা থাকে, তাহলে ওযু সম্পূর্ণ হবে না এবং নামাজ আদায় হবে না। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন: 'এবং তোমাদের পা টাখনু পর্যন্ত ধৌত কর।' (সূরা মায়িদা: ৬)