আমাদের সম্পর্কে

হানাফী ফিকহ আর্কাইভ হলো বাংলা ভাষায় প্রামাণ্য ইসলামী মাসআলা ও ফতোয়ার একটি সুশৃঙ্খল ডিজিটাল সংগ্রহশালা।

আমাদের উদ্দেশ্য

"হানাফী ফিকহ" ফেসবুক গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য ইসলামী প্রশ্নোত্তর প্ল্যাটফর্ম যেখানে ৬ লক্ষাধিক সদস্য রয়েছে। প্রতিদিন শত শত মুসলিম ভাই-বোন তাদের দৈনন্দিন জীবনের ইসলামী বিধি-বিধান সম্পর্কে প্রশ্ন করেন এবং দেশের স্বনামধন্য মুফতীগণ সেগুলোর উত্তর দেন।

কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রকৃতি অনুযায়ী এই মূল্যবান জ্ঞান সময়ের সাথে হারিয়ে যায়। পুরনো পোস্ট খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। একই প্রশ্ন বারবার করা হয়।

এই সমস্যার সমাধানে আমরা এই ওয়েবসাইট তৈরি করেছি - যেখানে সকল মাসআলা সুশৃঙ্খলভাবে বিভাগ অনুযায়ী সংরক্ষিত থাকবে এবং সহজে অনুসন্ধানযোগ্য হবে।

আমাদের মূল্যবোধ

নির্ভরযোগ্যতা

শুধুমাত্র যোগ্য ও অভিজ্ঞ মুফতীগণের দেওয়া উত্তর প্রকাশ করা হয়

প্রামাণ্যতা

হানাফী মাযহাবের নির্ভরযোগ্য গ্রন্থ অনুসারে উত্তর প্রদান

সহজলভ্যতা

সকল মুসলিমের জন্য বিনামূল্যে সহজে ব্যবহারযোগ্য

সম্মান

ইসলামী জ্ঞানের প্রতি যথাযথ সম্মান ও আদব রক্ষা

মূল উৎস

হানাফী ফিকহ ফেসবুক গ্রুপ

বাংলাদেশের বৃহত্তম ইসলামী প্রশ্নোত্তর প্ল্যাটফর্ম যেখানে ৬ লক্ষাধিক সদস্য এবং দেশের স্বনামধন্য মুফতীগণ সক্রিয়ভাবে উত্তর প্রদান করেন।

গ্রুপে যোগ দিন

দায়মুক্তি

  • এই ওয়েবসাইটে প্রকাশিত সকল উত্তর "হানাফী ফিকহ" ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত।
  • প্রতিটি উত্তর হানাফী মাযহাব অনুযায়ী প্রদান করা হয়েছে।
  • জটিল বা ব্যক্তিগত বিষয়ে সরাসরি আপনার স্থানীয় আলেমের সাথে পরামর্শ করুন।
  • এই ওয়েবসাইট কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত নয়।
৬,০০,০০০+ সদস্য

মূল ফেসবুক গ্রুপে যোগ দিন

প্রতিদিন নতুন মাসআলা ও ফতোয়া পেতে গ্রুপে যুক্ত থাকুন

হানাফী ফিকহ গ্রুপ