যাকাত4532
যাকাতের নিসাব কত? বর্তমানে টাকার হিসাবে কত হবে?
যাকাতের নিসাব হলো সাড়ে সাত তোলা (৮৭.৪৮ গ্রাম) স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা (৬১২.৩৬ গ্রাম) রূপা। বর্তমান বাজার মূল্য অনুযায়ী রূপার হিসাবে প্রায় ৫০-৬০ হাজার টাকা হলে যাকাত ফরজ হয়। তবে স্বর্ণের হিসাবে এই পরিমাণ অনেক বেশি হবে। ফকীরদের জন্য সহজ হিসাবে রূপার নিসাব ধরাই উত্তম।
মুফতি মুহাম্মাদ শফীবিস্তারিত পড়ুন