সাওম/রোজা2134
রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি?
রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে, এতে রোজা ভাঙবে না। কারণ ইনজেকশন স্বাভাবিক পথে (মুখ, নাক) প্রবেশ করে না এবং এটি খাদ্য বা পানীয় নয়। তবে গ্লুকোজ বা স্যালাইন যা শরীরে পুষ্টি যোগায়, সেগুলো থেকে বিরত থাকা উচিত। সাধারণ ওষুধের ইনজেকশনে কোনো সমস্যা নেই।
মুফতি আব্দুর রহমানবিস্তারিত পড়ুন