সালাত/নামাজ1245 বার পঠিত

প্রশ্ন

নামাজে সূরা ফাতিহার পর আমীন জোরে বলা উচিত না চুপে চুপে?

উত্তর

হানাফী মাযহাব অনুযায়ী, ইমাম ও মুক্তাদি উভয়ের জন্য আমীন আস্তে বলা সুন্নত। এটি হযরত আলী (রা.), হযরত ইবনে মাসউদ (রা.) এবং অন্যান্য সাহাবীদের আমল থেকে প্রমাণিত। তবে জোরে বলা জায়েয, কিন্তু আস্তে বলাই উত্তম এবং সুন্নত।

সূত্র তথ্য

উত্তরদাতা:মুফতি আব্দুল মালেক
তারিখ:১৫ জানুয়ারী, ২০২৪
মূল পোস্ট:ফেসবুকে দেখুন

সম্পর্কিত মাসআলা

সালাত/নামাজ2876

জুমার নামাজ মিস হলে কয় রাকাত পড়তে হবে?

জুমার নামাজ মিস হলে জুমার কাযা নেই। এক্ষেত্রে যোহরের চার রাকাত ফরজ নামাজ পড়তে হবে। জুমার নামাজ শুধুমাত্র জামাতের সাথে আদায় করা যায়। যদি কেউ জুমার জামাত না পায়, তাহলে তাকে যোহরের নামাজ পড়তে হবে। তবে বিনা কারণে জুমা ছেড়ে দেওয়া কবীরা গুনাহ।

মুফতি আব্দুল মালেকবিস্তারিত পড়ুন
নারী বিষয়ক2341

মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার হুকুম কী?

হানাফী মাযহাবে মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া মাকরূহ তাহরিমী। তাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম এবং বেশি সওয়াবের। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: 'মহিলাদের নামাজ তাদের ঘরের অন্দরমহলে সবচেয়ে উত্তম।' তবে ঈদের নামাজে অংশগ্রহণের জন্য বিশেষ অনুমতি রয়েছে।

মুফতি তাকী উসমানীবিস্তারিত পড়ুন