প্রশ্ন
নামাজে সূরা ফাতিহার পর আমীন জোরে বলা উচিত না চুপে চুপে?
উত্তর
হানাফী মাযহাব অনুযায়ী, ইমাম ও মুক্তাদি উভয়ের জন্য আমীন আস্তে বলা সুন্নত। এটি হযরত আলী (রা.), হযরত ইবনে মাসউদ (রা.) এবং অন্যান্য সাহাবীদের আমল থেকে প্রমাণিত। তবে জোরে বলা জায়েয, কিন্তু আস্তে বলাই উত্তম এবং সুন্নত।