ব্যবসা-বাণিজ্য3567 বার পঠিত

প্রশ্ন

ক্রেডিট কার্ড ব্যবহার করা কি জায়েয?

উত্তর

ক্রেডিট কার্ড ব্যবহার করা মূলত জায়েয, যদি নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করা হয় এবং কোনো সুদ/ইন্টারেস্ট না দিতে হয়। তবে যদি দেরিতে পরিশোধের কারণে সুদ দিতে হয়, তাহলে তা হারাম হবে। অতএব, শুধুমাত্র সেই ব্যক্তিই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন যিনি নিশ্চিত যে সময়মতো বিল পরিশোধ করতে পারবেন।

সূত্র তথ্য

উত্তরদাতা:মুফতি মুহাম্মাদ শফী
তারিখ:১৩ জানুয়ারী, ২০২৪
মূল পোস্ট:ফেসবুকে দেখুন

সম্পর্কিত মাসআলা

সালাত/নামাজ1245

নামাজে সূরা ফাতিহার পর আমীন জোরে বলা উচিত না চুপে চুপে?

হানাফী মাযহাব অনুযায়ী, ইমাম ও মুক্তাদি উভয়ের জন্য আমীন আস্তে বলা সুন্নত। এটি হযরত আলী (রা.), হযরত ইবনে মাসউদ (রা.) এবং অন্যান্য সাহাবীদের আমল থেকে প্রমাণিত। তবে জোরে বলা জায়েয, কিন্তু আস্তে বলাই উত্তম এবং সুন্নত।

মুফতি আব্দুল মালেকবিস্তারিত পড়ুন
নারী বিষয়ক2341

মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার হুকুম কী?

হানাফী মাযহাবে মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া মাকরূহ তাহরিমী। তাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম এবং বেশি সওয়াবের। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: 'মহিলাদের নামাজ তাদের ঘরের অন্দরমহলে সবচেয়ে উত্তম।' তবে ঈদের নামাজে অংশগ্রহণের জন্য বিশেষ অনুমতি রয়েছে।

মুফতি তাকী উসমানীবিস্তারিত পড়ুন